সংবাদদাতা,কাঁকসাঃ– ভোটের আগে রাতে ভোটকর্মীদের সঙ্গে তৃণমূল প্রার্থীদের ‘সৌজন্য সাক্ষাৎ’ঘিরে বিতর্ক তৈরি হল পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের শিবপুর গ্রামে। ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানোর কথাও জানিয়েছে তারা।
জানা গেছে শুক্রবার রাতে শিবপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বুথের মধ্যে ঢুকে পড়েন কাঁকসার দুই তৃণমূল প্রার্থী লক্ষ্মী বাগদী ও স্বপন সূত্রধর। বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী স্বপন সূত্রধর বলেন, “আমরা ভোট কর্মীদের আশ্বাস দিতে গিয়েছিলাম। আমরা কোনও অন্যায় কাজ করিনি। এই এলাকা বরাবর শান্তিপ্রিয় এলাকা। কোন বিশৃঙ্খলার ঘটনা আজ পর্যন্ত ঘটেনি।”
অন্যদিকে সশস্ত্র বাহিনী থাকা সত্ত্বেও প্রার্থীরা কিভাবে বুথে প্রবেশ করলেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সিপিএমের নেতা পঙ্কজ রায় সরকার বলেন,”পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কারো বাধার মুখে পড়তে হয়নি ওই তৃণমূল নেতা প্রার্থীদের। এর থেকে বোঝা যায় ভোটে গণতান্ত্রিক অধিকার কতটা রক্ষা হবে।”