নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুর মহকুমার চারটি ব্লকের বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। সকাল থেকেই বুথ গুলির সামনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। এদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া ভাদু বালা প্রাথমিক স্কুলের বুথে গিয়ে দেখা যায় ভোট গ্রহণ কেন্দ্রে লম্বা লাইন। অনেকেই জানান বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তির আশঙ্কায় সকাল সকাল ভোট দিতে এসেছেন।
এদিকে ছোট খাটো কিছু ঘটনা ছাড়া আপাতত ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। জেমুয়ায় বিরোধীরা দাবি করেছেন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে শাসক দলরে দুষ্কৃতীরা বুথ জ্যাম করার জন্য অবৈধ জমায়েত করেছে। অন্যদিকে এদিন ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পাণ্ডবেশ্বরের হরিপুর পঞ্চায়েতের ৫২ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী ভিকি চৌরাসিয়ার অভিযোগ করেন তাকে ও তার বৃদ্ধ বাবাকে মারধর করে তৃণমূল প্রার্থী গোপীনাথ নাগ। যদিও অভিযোগ অস্বীকার করে গোপীনাথ বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। পরাজয় নিশ্চিত জেনে ভিত্তিহীন অভিযোগ করছেন বিজেপি প্রার্থী।
এদিন সকাল ১১ টা পর্যন্ত অন্ডাল ব্লকে ৯.১৭ শতাংশ, দুর্গাপুর ফরিদপুর ব্লকে ১০.৮০ শতাংশ, কাঁকসা ব্লকে ১০.৩৬ শতাংশ ও পাণ্ডবেশ্বর ব্লকে ১০.৪৮ শতাংশ ভোট পড়েছে।