নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শনিবার দুর্গাপুরের অমরাবতী সিআরপিএফ ক্যাম্পের গ্রুপ সেন্টারে উদ্বোধন হল ‘নেকি কি দিওয়ার’ বা ‘সহমর্মিতার প্রাচীর’-এর। এই দেওয়াল বা প্রচীর বিছিন্নতা বা বিভেদ নয় বরং একতার উদারতার প্রতীক। এখানে সাজানো থাকবে জামা কাপড়, জুতো, শাক সবজি, খাদ্য সামগ্রী, বই খাতা সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিস। যেখান থেকে দুঃস্থ মানুষজন তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফ-এর কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট সহ কেন্দ্রীয় বাহিনীর পদস্থ আধিকারিকরা।
এদিন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেবব্রত ভট্টাচার্য এই দেওয়াল বা প্রচীর প্রসঙ্গে জানান এলাকার গরীব ও দুঃস্থ মানুষের কথা ভেবেই এই দেওয়ালের সূচনা করা হয়েছে। এই দেওয়ালে রাখার জন্য ক্যাম্পাসের ভিতরে শাক সবজির চাষও করা হচ্ছে। পাশাপাশি ক্যাম্পের স্থানীয় পরিবারগুলির কাছে আবেদন করা হয়েছে যাতে তারা তাদের উদ্বৃত্ত বা অব্য়বহৃত সামগ্রী দান করে ‘সহমর্মিতার প্রাচীর’-এর জন্য। এর ফলে মানুষের মধ্যে যেমন অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া বা শেয়ারিংয়ের মতো মহৎ গুণের বিকাশ ঘটবে তেমনি দুঃস্থ মানুষজনও উপকৃত হবেন। এলাকায় অনেক মানুষজন রয়েছেন যাদের রোজগার বা আয়ের কোনও উপায় নেই। তারা গ্রুপ সেন্টারের এই ‘সহমর্মিতার প্রাচীর’ থেকে সহজেই প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
প্রসঙ্গত ইরানের মেশাদ শহরের গৃহহীন দুঃস্থ ব্যক্তিদের জন্য এই আন্দোলনের শুরু হয়। দেশের ভেঙে পড়া অর্থনীতির ধাক্কার শিকার হওয়া মানুষজনের পাশে দাঁড়াতেই এই আন্দোলন গড়ে তোলা হয়। যা ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি ছড়িয়ে পড়ে পাকিস্তান ভারত চীন সহ বিভিন্ন দেশে। এই আন্দোলনের মূল স্লোগান হল ‘অব্যবহৃত উদ্বৃত্ত সামগ্রী দান করুন’ ও ‘প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করুন’।