সংবাদদাতা,বাঁকুড়াঃ– এবারের পঞ্চায়েত নির্বাচনে তিন তিনবার ভোট দিচ্ছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বড়লালপুর গ্রামের মানুষ। প্রসঙ্গত শনিবার সন্ত্রাস ও হিংসার আবহে ভোট গ্রহণের অভিযোগের জেরে সোমবার জেলার ১৯ টি জেলায় পুনর্নিবাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছে বাঁকুড়া জেলাও। বাঁকুড়ার ৮ টি বুথে আজ পুনর্নিবাচন হচ্ছে। তার মধ্যে রয়েছে গঙ্গাজলঘাটির বড় লালপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ কেন্দ্রটি।
উল্লেখ্য গত শনিবার এই বুথে দুপুরের পর ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়। যার জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। যদিও দু’ঘণ্টা পর পুনরায় শুরু হয় ভোটগ্রহণ পর্ব। ফলে ওই দিনেই গ্রামের মানুষজন দুবার ভোট প্রদান করেন। কিন্তু এই বুথে নির্বাচন কমিশন ফের ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় সোমবার ফের এই বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। যার ফলে এই নিয়ে তিন বার ভোট দিচ্ছেন বড় লালপুর গ্রামের ভোটাররা। যা বলতে গেলে প্রায় বিরল ঘটনা। এদিনও এই ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে।