eaibanglai
Homeএই বাংলায়কাঁকসার গণনাকেন্দ্রের সামনে তৃণমূল সিপিএমের সংঘর্ষ ঘিরে উত্তেজনা

কাঁকসার গণনাকেন্দ্রের সামনে তৃণমূল সিপিএমের সংঘর্ষ ঘিরে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– জেলার বাকি ব্লকগুলির পাশাপাশি মঙ্গলবার কাঁকসার বিডিও অফিস সংলগ্ন বেসরকারি কলেজে শুরু হয় শান্তিপূর্ণভাবে ভোট গণনা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় উত্তেজনা। অভিযোগ সিপিআইএমের এজেন্টদের তাড়া করে শাসকদলের কর্মীরা। এমনকি সিপিআইএম এজেন্টদের রুখতে গণনা কেন্দ্রের বাইরে রীতিমত ব্যারিকেড তৈরি করে শাসক দল বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াতে থাকে এলাকায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও তার ঘণ্টা কয়েক বাদে আচমকা, সিপিএম সমর্থকরা এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তীর ধনুক নিয়ে গণনা কেন্দ্রের কাছে হামলা চালায় তৃণমূল কর্মীদের উপর। বেশ কয়েকজনকে মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাইক ও স্কুটি।

অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে দ্রুত এলাকা ঘিরে ফেলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনীর জওয়ানরা। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় আহত বেশ কয়েকজন উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছড়াও অশান্তি এড়াতে গোপালপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম হেরে যাওয়ায় তাদের নির্বাচনী এজেন্টদের পুলিশের ঘেরাটোপে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments