সংবাদদাতা,বাঁকুড়াঃ– এবারের পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়াতেও ঘাষফুলের দাপট। লালমাটির দেশে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য নির্ধারিত কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়ন কর্মসূচি নিয়ে তৃণমূলের সঙ্গে সমানে সমানে লড়েছে বিজেপি। ছিল বাম-কংগ্রেস। ছিল কুড়মি আন্দোলনও। সেই সব নানা ফলার মধ্যে রাজনৈতিক ভাবে লড়াই করতে হয়েছে শাসকদলকে। তবে মঙ্গলবার গণনা শুরু হতেই একের পর এক আসনে ঘাষফুলের জয়ের খবর আসতে থাকে। তবে গত লোকসভা ও বিধানসভায় কোনঠাসা হওয়া সিপিএমও কিছু আসনে ভালো ফল করেছে। অন্যদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র এলাকায় কেবলমাত্র একটি পঞ্চায়েতে (খাতড়ার গোড়াবাড়ি) বিজেপি জেতে। তবে কিছুটা হলেও মুখরক্ষা হয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এলাকায়। ওই কেন্দ্রের ওন্দা ও সোনামুখী ব্লকে যথাক্রমে পাঁচটি ও চারটি পঞ্চায়েত দখল করেছে গেরুয়া শিবির। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিরোধী-ভোট একজোট হয়ে বিজেপির দিকে যাওয়ার যে প্রবণতা, এ বারে তাতে ছেদ পড়েছে জেলায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাঁকুড়ার ফল
গ্রাম পঞ্চায়েত মোট ১৯০ টি
তৃণমূল কংগ্রেসের দখলে ১৬২
বিজেপির দখলে ১০
ত্রিশঙ্কু ১৮ টি
পঞ্চায়েত সমিতি মোট ২২ টি
তৃণমূল কংগ্রেস জয়ী ২২ টিতেই
জেলা পরিষদ মোট আসন ৫৬
তৃণমূল কংগ্রেস জয়ী ৩০ টিতে