নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে অনৈতিকভাবে সংসদ থেকে বহিষ্কৃত করা হয়েছে এই অভিযোগে ও তার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। দেশজুড়ে চলছে প্রতিবাদ। সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর শিল্পশহরেও স্থানীয় কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে সংগঠিত হল প্রতিবাদ কর্মসূচি। এদিন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি’র তরফে দুর্গাপুরের সিটি সেন্টারে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। মৌন মিছিলটি সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়ামের বাইরে থেকে শুরু হয়ে গান্ধী মোড়ের গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। এদিনের মিছিলের নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা।
এদিন সুভাষবাবু জানান, “আমরা মোদি ও তার দলকে প্রমাণ করে ছাড়ব যে রাহুল গান্ধী একা নন, বরং কংগ্রেস দলের লক্ষ লক্ষ সদস্য এবং দেশের কোটি কোটি মানুষ তাদের রাজনৈতিক ভাবধারা নির্বিশেষে সত্য ও ন্যায়ের জন্য এই লড়াইয়ে তার সাথে আছেন এবং থাকবেন।
জেলা আইএনটিইউসি’র সভাপতি এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমএফ অ্যান্ড সিআই ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা জেলা কংগ্রেসের সম্পাদক দেবাশীষ বিশ্বাস, ডিটিপিএস(ডিভিসি) ঠিকা মজদুর কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দুর্গাপুর ০২ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি সৌমেন বাউরি, অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সহ সভাপতি আশীষ মণ্ডল, ডিএসটিপিএস(ডিভিসি) কনট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দীপ্ত দে, ডিএমএস ক্যাসুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক উজ্জ্বল রুইদাস, এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধান বাউরি, দুর্গাপুর হসপিটাল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শশীকান্ত বাউরি,প্রাক্তন দুর্গাপুর ০২ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মুক্তারাম মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।