eaibanglai
Homeএই বাংলায়দল বদলের পাল্টা দল বদল, শাসক বিরোধী জোর টক্কর

দল বদলের পাল্টা দল বদল, শাসক বিরোধী জোর টক্কর

সংবাদদাতা,বাঁকুড়াঃ- একদিকে বিজেপি প্রার্থীকে দলে টেনে যখন শক্তি বৃদ্ধি শাসক দলের তখন নির্দল প্রার্থীকে দলে টেনে পাল্টা শক্তি বৃদ্ধির চেষ্টা বিজেপির।বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে বদ বদলের রীজনীতির মধ্য দিয়ে চলছে শাসক বিরোধী টক্কর।

প্রসঙ্গত, ১২ আসন বিশিষ্ট বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে এবার ৬ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, পাঁচটিতে বিজেপি ও একটিতে ‘নির্দল’ প্রার্থী । এর আগে বুধবার সকালে বিজেপির প্রতীকে নির্বাচিত সলমা মুর্ম্মু নামে এক পঞ্চায়েত সদস্যাকে নিজের দলে নিয়ে শক্তি বৃদ্ধি করে তৃণমূল। তার ২৪ ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার জয়ী ‘নির্দল’ পঞ্চায়েত সদস্যকে নিজেদের দলে টেনে শাসক দলকে পাল্টা ধাক্কা দেয় বিজেপি। ওই নির্দল প্রার্থী শ্যামল ব্যানার্জী আবার প্রাক্তন তৃণমৃল কর্মী হিসেবে পরিচিত। অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৬ নম্বর আসন থেকে নির্দল হিসেবে লড়াই করে জিতেছেন তিনি। বৃহস্পতিবার দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দপ্তরে তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা।

এই দলবদল নিয়ে শ্যামল ব্যানার্জী বলেন, নরেন্দ্র মোদির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে ও তৃণমূলী সন্ত্রাসের জবাব দিতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জী এই দলবদলের বিষয়টি বিশেষ প্রধান্য দিতে রাজি নন। তার মতে মানুষ উন্নয়নের সঙ্গে ও তাদের সঙ্গে আছেন ও থাকবেন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments