সংবাদদাতা,আসানসোলঃ– রাজ্য জুড়ে বন দপ্তরের উদ্যোগে ১৪ জুলাই থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বনমহোৎসব। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন সংগঠন ও সংস্থার উদ্যোগে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ।
সারা রাজ্যের পাশাপাশি আসানসোল বনদপ্তরের উদ্যোগেও শুরু হয়েছে অরণ্য সপ্তাহ পালন। বিশেষ ট্যাবলোর মাধ্য়মে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি বৃক্ষ নিধন রোধেরও প্রচার চালানো হচ্ছে। আসানসোল বনাঞ্চলের আওতায় থাকা সালানপুর ব্লকের কল্যানেশ্বরী, মাইথন, বাথানবাড়ী , হদলা , ধনুডি প্রভৃতি এলাকায় বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন ও যারা গাছ লাগাতে ইচ্ছুক তাদের গাছের চারা বিতরণ করছেন। শুধু শনিবারই তারা প্রায় ৪০০ গাছ সাধারণ মানুষদের হাতে তুলে দেন।
বনদপ্তর সূত্রে জানা গেছে রবিবার বনদপ্তরের এই ট্য়াবলো দিনভর বারাবনির বিস্তীর্ণ এলাকা এবং চিত্তরঞ্জন রেল শহরের বিস্তীর্ণ এলাকা ঘুরবে এবং বৃক্ষরোপনে উৎসাহ দেওয়ার জন্য বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হবে। গাছ লাগাতে ইচ্ছুক প্রতি ব্যক্তিকে দুই থেকে তিনটি চারাগাছ দেওয়া হবে।
পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এবং এক সবুজ পৃথিবী গড়ে তোলার উদ্দেশ্যে বনদপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে ১৪ জুলাই থেকে ২০ জুলাই, এই সময়ের মধ্যে ন্যূনতম ২৫ লক্ষ চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।