সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে নাকা পয়েন্টে তল্লাশি অভিযান চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ল দুই হ্যাকার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ব্যাংকের ২১টি এটিএম কার্ড, ৮টি মোবাইল ফোন, একটি মোটর সাইকেল সহ নগদ ৫২ হাজার টাকা। ধৃত দুই ব্যক্তি নাম আসিফ আনসারি এবং অজিত কুমার, তারা ঝাড়খণ্ডের ধানবাদ জেলার ঝরিয়া থানার বাসিন্দা।
ঘটনা প্রসঙ্গে জানা যায় রবিবার দুপুরে সালানপুর থানার অন্তর্গত কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা পুলিশের দলবল নিয়ে নাকা পয়েন্টে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় ওই দুই ব্যক্তি মোটর সাইকেল নিয়ে নাকা পয়েন্ট পার করছিলেন। পুলিশ তাদের দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই একগুচ্ছ এটিএম কার্ড ও মোবাইল ফোন দেখে তাদের আটক করে। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে ধৃত দুই ব্যক্তি হ্যাকারের কাজের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নেয়।
ধৃতদের সোমবার আসানসোল আদালতে তোলা হয়। তদন্ত সাপেক্ষে পুলিশি হেফাজতের আর্জি জানানো হয়। ধৃতদের সঙ্গে বড়সড় কোনও হ্যাকার চক্রের যোগ রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।