সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- আজ ১৮ ই জুলাই,আজ থেকে শুরু হয়েছে পুরুষোত্তম মাস। এই মাস চলবে আগামী ১৬ ই আগস্ট পর্যন্ত,এই মাসে ভক্তি ও আধ্যাত্মিক কাজকর্ম,দান,ধ্যান করলে তা ১০০০ গুণ বৃদ্ধি পায়।তাই পুরুষোত্তম মাসে অতি অবশ্যই ভগবৎকথা বেশি করে চিন্তন করুন, নিরামিষ ভোজন করুন ও সন্ধ্যায় ভগবান উদ্দেশ্যে দীপ দান করুন। পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের নাম অনুসারে এই মাসের নাম করা হয়েছে তাই এই মাসে ভগবৎকথা ও ভগবৎকাজ যত বেশি করবেন তত বেশি লাভবান হবেন কারণ এটি ভগবানের নামে চিহ্নিত মাস।
পুরুষোত্তম মাস কেন পালন করবেন এই প্রশ্ন যদি আপনার মনেও আসে তাহলে শুনে রাখুন এই ঘটনা-
দ্বাপর যুগে পান্ডবেরাও ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে,কেন তারা ভগবানের ভক্ত হয়েও এত পরীক্ষার মধ্যে দিয়ে,এত কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিক্রম করেছে? এর উত্তর ছিলো এটাই, পুরুষোত্তম মাসকে অবহেলা করা।
পুরাণে বলা হয় যে, ভগবানের ভক্ত হয়েও যেহেতু তারা যথাযথভাবে পুরুষোত্তম মাস পালন করেননি সে অপরাধের কারণেই তাদেরকে জীবদ্দশায় এত দুদর্শা ভোগ করতে হয়েছে। এমনকি দ্রোপদীও পূর্বজন্মে পুরুষোত্তম মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে মানতে অস্বীকার করায় তাকে পরজন্মে অশেষ দুঃখ,দুর্দশা, লাঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হয়।