সংবাদদাতা,আসানসোলঃ-আসানসোলে নাকা পয়েন্টে অভিযান চালানোর সময় গ্রেফতার হওয়া দুই হ্যাকারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই উটে এল নয়া তথ্য । সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও এটিএম কার্ড, ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার করল পুলিশ।
প্রসঙ্গত গত রবিবার সালানপুর থানার অন্তর্গত কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা পুলিশের দলবল নিয়ে নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় দুই মোটর বাইক আরোহীকে আটকায়। পুলিশ তাদের দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই একগুচ্ছ এটিএম কার্ড ও মোবাইল ফোন দেখে তাদের আটক করে। এবং পরে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যাংকের ২১টি এটিএম কার্ড, ৮টি মোবাইল ফোন, নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করে ও বাজেয়াপ্ত করে। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে ধৃত দুই ব্যক্তি হ্যাকারের কাজের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নেয়। এরপর আদালতের অনুমতিতে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে নতুন নতুন তথ্য পায় পুলিশ। পুলিশ জানতে পারে ওই এলাকার বিভিন্ন এটিএম থেকে অবৈধভাবে টাকা তুলে নিয়ে যেতো ধৃতরা এবং এই চক্রের সঙ্গে আরও দুই ব্যক্তি যুক্ত রয়েছে। ধৃত দুই হ্যাকার ঝাড়খণ্ড-ধানবাদের ঝরিয়া থানার বাসিন্দা। নাম আসিফ আনসারি ও অজিত কুমার, তারা কল্যানেশ্বরী অঞ্চলের এক বেসরকারি হোটেলে ঘাঁটি করেছিল। ওই হোটেলে তল্লাশি চালিয়ে পুলিশ আবারো বিভিন্ন ব্যাংকের ১২টি এটিএম কার্ড সহ আরসি বুক, ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার করে। পাশাপাশি ধৃতদের থেকে পাওয়া তথ্য ও সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে বাকি দুজনের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে সালানপুর থানার পুলিশ।