eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে আট দিনব্যাপী শ্রীমদ্ভাগবত কথার আয়োজন

দুর্গাপুরে আট দিনব্যাপী শ্রীমদ্ভাগবত কথার আয়োজন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর বাজারের লিলুয়া বাঁধের হর হর ভোলে মন্দির সেবা সমিতির উদ্যোগে আট দিনব্যাপী শ্রীমদ্ভাগবত কথার আয়োজন করা হয়েছে। যেখানে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করে শোনাবেন পণ্ডিত সঞ্জয় মিশ্রা l

গতকাল অর্থাৎ ১৮ জুলাই এই আধ্যাত্মিক কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। আর এই কর্মসূচির শুভ সূচনা উপলক্ষ্যে এদিন এক বর্ণাঢ্য কলসযাত্রার আয়োজন করা হয়েছিল। করঙ্গপাড়া শিব মন্দির থেকে শুরু হয়ে এলাকা পরিক্রমা করে কলসযাত্রা লিলুয়া বাঁধের হর হর ভোলে মন্দিরে গিয়ে শেষ হয়। এদিনের কলস যাত্রায় অংশ নিয়েছিলেন প্রায় ৩০০ জন মহিলা পুণ্যার্থী।

এই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজক দিলীপ সরাইয়া এদিন জানান, আট দিনব্যাপী ভাগবত পাঠের পাশাপাশি প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এই বছর এই অনুষ্ঠান তৃতীয় বছরে পা দিয়েছে l কিন্তু শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন এই প্রথম বার করা হচ্ছে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments