eaibanglai
Homeএই বাংলায়অর্ধনির্মিত শৌচালয়হীন স্কুল, ক্ষোভ অভিভাবকদের

অর্ধনির্মিত শৌচালয়হীন স্কুল, ক্ষোভ অভিভাবকদের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিদ্যালয়ে পলেস্তরা নেই, এখনো মেঝে তৈরি হয়নি। বসার বেঞ্চ নেই। ইটের মেঝেতেই বসতে হয় পড়ুয়াদের। এমনকি পড়ুয়াদের জন্য শৌচালয়ের ব্যবস্থাও নেই। এই ভাবেই চলছে ২০১৭ সালে তৈরি হওয়া বাঁকুড়ার খাতড়া ব্লকের সুপুর অঞ্চলের ডমনাশোল প্রাথমিক বিদ্যালয়। স্কুল তৈরির কাজ অসমাপ্ত রেখেই চালু হয় স্কুল। কিন্তু তার পর দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও স্কুলবাড়ি তৈরির কাজ আর এগোয়নি। আর এই নিয়েই ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবক সহ স্থানীয়দের মধ্যে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি সমস্যার কথা প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

এদিকে বিষয়টি নিয়ে প্রাথমিক বিভাগের জেলা স্কুল পরিদর্শকের কাছে জানাতে চাওয়া হলে সমস্যার কথা স্বীকার করে নেন তিনি। পাশাপাশি তিনি জানান কিছু সমস্যার কারণে স্কুল বিল্ডিং তৈরির কাজ সম্পন্ন হয়নি। তবে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তবে এই আশ্বাস কবে পূরণ হয় সেদিকেই তাকিয়ে ডমনাশোল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments