সংবাদদাতা,আসানসোলঃ- জেলা সভাপতিকে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। ঘটনা আসানসোলের বারবারনির দোমোহানি এলাকার।
ঘটনা প্রসঙ্গে জানা যায় একুশে জুলাই বিডিও অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির। আর সেই কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বিজেপির জেলা সভাপতি দিলীপ দে, দোমোহানি অঞ্চলে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু দিলীপ দেকে কাছে পেয়েই ক্ষোভ উগড়ে দেন এলাকার বিজেপি কর্মীরা। তাদের দাবি সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের সময় যখন অশান্তি চলছিল, যখন পোলিং এজেন্ট হিসেবে বুথে বসতে দেওয়া হচ্ছিল না তাদের, মারধর করে বুথ থেকে বার করে দেওয়া হচ্ছিল, তখন বারবার জেলা নেতৃত্বকে ফোন করেও কোনও রকমের সহযোগিতা মেলেনি। বরং জেলা সভাপতি দিলীপ দে নাকি নিজের ঝামেলা নিজে মিটিয়ে নেওয়ার নির্দেশ দেন। বিক্ষুব্ধ কর্মীরা এদিন চিৎকার করে বলতে থাকেন, “এরা সেটিং করা নেতা, দালাল, এরা যতদিন দলের সঙ্গে যুক্ত থাকবে ততদিন রাজ্যে কখনো বিজেপি ক্ষমতায় আসতে পারবে না।”
যদিও বিজেপির জেলা সভাপতি দিলীপ দে ওই বিক্ষোভকারীরা আদৌ তার দলের কর্মী সমর্থক কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং কাদের মদতে তারা এদিন এই ধরণের আচরণ করল সে বিষয়টি নিয়ে খোঁজ খবর নেবেন বলে জানান।