নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চলতি মাসের ১৪ তারিখ থেকে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে বন মহোৎসব। গাছকে বাঁচিয়ে সবুজায়নের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা ও দূষণ থেকে প্রকৃতি তথা পৃথিবীর প্রাণীকুলকে রক্ষার অঙ্গীকার নিয়ে প্রতি বছর বৃক্ষ রোপন, চারা গাছ বিতরণের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলা হয় এই কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সপ্তাহ জুড়ে পালন করা হচ্ছে অরণ্য সপ্তাহ। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে নানা সংগঠন ও প্রতিষ্ঠানের হাত ধরে চলছে বৃক্ষরোপন সহ ননা সচেতনতা মূলক অনুষ্ঠান।
শুক্রবার দুর্গাপুরে অরণ্য সপ্তাহ কর্মসূচিতে যৌথ ভাবে অংশ নেয় এনআইটি দুর্গাপুর স্টাফ ক্লাব ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এদিনের এই যৌথ উদ্যোগের মাধ্যমে এনআইটি দুর্গাপুর স্টাফ ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটি’র নির্দেশক প্রফেসর ইন্দ্রজিৎ বসাক, রেজিস্ট্রার প্রফেসর এস এস ঠাকুর, বিজ্ঞান সভার সম্পাদক সুভাষ ঘোষাল, স্টাফ ক্লাবের সম্পাদক তাপস দাস ও অন্যান্য সদস্য বৃন্দ।