সংবাদদাতা,আসানসোলঃ– রবিবার সকালে আসানসোলের ভাঙা পাঁচিল এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টা নাগাদ ডিপার্টমেন্টাল স্টোরের দোতলায় থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। ওই ডিপার্টমেন্টাল স্টোরের আশেপাশে দোকান জনবসতি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি আসানসোল দক্ষিণথানা ও দমকলে খবর দেন স্থানীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। স্টোরের দোতলার কাচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন দমল বাহিনীর সদস্যরা।
জানা গেছে যখন আগুন লাগে তখন স্টোর বন্ধ ছিল। স্টোরের এক কর্মী জানান স্থানীয়দের মারফত আগুন লাগার খবর পান তারা। যেখানে আগুন লেগেছে অর্থাৎ স্টোরের গুদামে কাগজ ও কাপর জাতীয় সামগ্রী মজুত রয়েছে বলেও জানান ওই কর্মী। অন্যদিকে স্টোরে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও তা কোনো কাজ করেনি বলে জানান এক দমকল আধিকারিক। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।