eaibanglai
Homeএই বাংলায়চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

সংবাদদাতা,বাঁকুড়া:– প্রাথমিকের টেট থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তরের এসএসসি, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই জেরাবার রাজ্যের শাসক দল। এমনকি পুরসভায় নিয়োগ দুর্নীতিরও অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এবার স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে অনশন অবস্থানে বসেছেন চাকরি প্রার্থীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার ওন্দায়।

অভিযোগ স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রায় ৭০ জন চাকরি প্রার্থীর কাছে লক্ষ লক্ষ টাকা আদায় করে প্রতারণা করেন তৃণমূলের ওন্দা ব্লকের সাধারণ সম্পাদক আশিস দে। ওই টাকা ফেরতের দাবিতে আগেই সরব হয়েছিলেন প্রতারিতরা, বিশেষ করে ছদ্মবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হয়ে তার দৃষ্টি কেড়ে সরব হয়েছিলেন স্থানীয় গৃহবধূ প্রিয়াঙ্কা গোস্বামী। এদিন তার নেতৃত্বেই ওন্দা ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে অনশন শুরু করেছেন প্রতারিত চাকরি প্রার্থীরা।

প্রতারিতদের দাবি, করোনাকালে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি দেওয়ার নাম করে ওন্দা সহ আশপাশের ব্লকের প্রায় সত্তর জন শিক্ষিত তরুণ তরুণীর কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন বুদ্ধদেব মালগোপ নামে স্থানীয় এক ব্যাক্তি ও তৃণমূলের ওন্দা ব্লকের সাধারণ সম্পাদক আশিস দে। পরে এই চাকরি প্রার্থীরা ওই স্বেচ্ছাসেবী সংস্থায় কেউ ৪ মাস কেউ আবার ৬ মাস চাকরী করলেও তারা কেউই বেতন পাননি বলে অভিযোগ। পরে তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন।

প্রিয়াঙ্কা গোস্বামী নামের এমনই এক প্রতারিত চাকরিপ্রার্থী গৃহবধূ বৃদ্ধার ছদ্মবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হয়ে বিষয়টি তার নজরে আনেন। কিন্তু অভিযোগ জানানোর পর একাধিকবার তার উপর হামলার ঘটনা ঘটে। এরপর দীর্ঘ টালবাহানার পর অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দেকে গ্রেফতার করে পুলিশ। প্রিয়াঙ্কাদেবী জানান এরপরই তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বিটের মধ্যস্থতায় আশিস দে তাকে টাকা ফেরত দেন। কিন্তু অন্যান্য প্রতারিত চাকরীপ্রার্থীরা এখনো টাকা ফেরত পাননি।

অবিলম্বে অন্যান্য প্রতারিত চাকরী প্রার্থীদের টাকা ফেরত ও অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দেকে দল থেকে বহিস্কারের দাবিতে আজ থেকে তৃণমূলের ওন্দা ব্লক কার্যালয়ের সামনে প্রিয়াঙ্কা গোস্বামীর নেতৃত্বে অনশন শুরু করেছেন প্রতারিত চাকরি প্রার্থীরা। প্রত্যেক প্রতারিত চাকরি প্রার্থী টাকা ফেরত না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রতারিতরা।

অন্যদিকে বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments