eaibanglai
Homeএই বাংলায়পড়ুয়ার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে রণক্ষেত্র স্কুল চত্বর

পড়ুয়ার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে রণক্ষেত্র স্কুল চত্বর

সংবাদদাতা,আসানসোলঃ- স্কুলের এক গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আসানসোল দক্ষিণ থানা এলাকার একটি নামী গার্লস হাইস্কুল চত্বর। অভিযুক্ত ওই গ্রুপ ডি কর্মীকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে এদিন স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা।

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, গত ১৯ জুলাই একটি ঘটনা ঘটেছিল বলে জানা গেছে, যদিও স্কুল কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি পড়ুয়ার পরিবারের তরফে। এদিকে বিষয়টি নিয়ে বুধবার সোশ্যাল মিডিয়ার একটি বার্তা ভাইরাল হয়। তার প্রেক্ষিতে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে এদিন সকালে বৈঠকে ডাকা হয়েছিলো স্কুলে। তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।

অন্যদিকে ঝামেলার খবর পেয়ে স্কুলে ছুটে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও বিক্ষোভ কারীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করে। পুলিশ জানায়, পড়ুয়ার পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হোক, যার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে যথাযথ পদক্ষেপ নেবে। কিন্তু পড়ুয়ার পরিবারের কাউকেই বিক্ষোভ চলাকালীন ওই স্কুলে পাওয়া যায়নি। কিন্তু অভিভাবকরা বিক্ষোভ চালাতে থাকেন নিজেদের দাবিতে অনঢ় থেকেই। এরপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) দেবরাজ দাস, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, র‍্যাফ, কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে স্কুলে পৌঁছন। বেলা সাড়ে এগারোটা নাগাদ অভিযুক্ত কর্মীকে স্কুল থেকে বার করে পুলিশের ঘেরাটোপে আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যায়। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারী অভিভাবকরা এবং স্কুলের সামনে জিটি রোড অবরোধ করে ফের বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এরপর স্কুল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করে পুলিশ। অবশেষে বেলা বারোটা নাগাদ অবরোধ তুলে নেন অভিভাবকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments