সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ– আপনারা কি জানেন ননদ বৌদির মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার মূল কারণ লুকিয়ে রয়েছে আমাদের সনাতন ধর্মের মধ্যে? হ্যাঁ বন্ধুরা পুরান কথা অনুযায়ী মাতা পার্বতীর সাথে তার ননদের সম্পর্ক ভালো ছিল না, তাই সচরাচর কোনো বৌদি এবং ননদের সম্পর্ক ভালো দেখা যায় না, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, মহাদেবের বোন কে ছিলেন? চলুন জেনে নেওয়া যাক।
হিন্দু পুরাণ অনুযায়ী একবার মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে দুঃখ প্রকাশ করে বলেন যে, সকলের মতো আমার একটা ননদ থাকলে বেশ ভালো হতো, তখন দেবাদিদের মহাদেব বলেন, তোমার ননদ আছে কিন্তু তুমি তার সাথে সংসার করতে পারবে তো?
তখন মাতা পার্বতী বলেন, তুমি চিন্তা করো না, আমি তার সাথে বন্ধুর মত মিশে থাকবো, তখন দেবাদিদেব মহাদেব পার্বতীর মনের ইচ্ছা পূরণ করবার জন্য নিজের শরীর থেকে সৃষ্টি করলেন এক দেবী। এই দেবীই হলেন দেবাদিদেব মহাদেবের বোন এনার নাম, আশাবরী। ইনি অত্যন্ত পৃথুলা ছিলেন এবং তার পায়ের পাতা ছিলো ফাটা, মহাদেব যখন পার্বতীকে বলেন, ইনি তোমার ননদ, তখন ননদকে দেখে মা খুশি হয়ে তাকে আদর আপ্যায়ন ,খাতির যত্ন করতে শুরু করেন এবং নিজের রান্না করা সকল খাবার খেতে দেন।
এরপর আশাবরী পার্বতীর ভান্ডারের যত খাবার ছিলো সব খেয়ে নেন ও তার পরে তিনি মজা করে নিজের পায়ের ফাটার মধ্যে মা পার্বতীকে লুকিয়ে রাখেন, মহাদেব যখন মাতা পার্বতীর খোঁজ করেন তখন সে দেবাদিদেব মহাদেবকে পর্যন্ত মিথ্যে কথা বলে যা শুনে মহাদেব রেগে যায়, তখন পার্বতী বলেন, আমার ননদ চাই না, তুমি ওকে কোথাও পাঠিয়ে দাও।