সংবাদদাতা, আসানসোলঃ– স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের পর অবশেষে শুক্রবার সকাল থেকে আসানসোলের দেন্দুয়ায় পাইপ লাইন মেরামতির কাজ শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা। গত বুধবার এক বেসরকারি কারখানার কর্মীদের গাফিলতির জেরে আসানসোলের দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের দেবীপুর মোড় সংলগ্ন এলাকায় জলের পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ে। ধসে যায় দেবীপুর মোড় সংলগ্ন রাস্তার একটি অংশ। ক্ষতিগ্রস্ত হয় এলাকার বেশ কয়েকটি মাটির বাড়ি। এমনকি ওই দিন রাত থেকেই বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঘটনা প্রসঙ্গে জানা যায় গত বুধবার সন্ধ্যায় দেন্দুয়া অঞ্চলে অবস্থিত শাকম্ভরী গ্রুপের এলোকুইন্ট কারখানার, মাইথন জলাধার থেকে নিজস্ব পাইপলাইন বিছানোর কাজ চলছিল। সেই সময় কর্মীদের গাফিলতির জেরে পিএইচই’র পাইপ লাইন ফেটে যায় ও এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শুরু হয় বিক্ষোভ। অভিযোগ উত্তেজিত জনতা কোম্পানির কয়েকটি গাড়িতে ভাঙ্গচুর চালায়। এমনকি মারধর করা হয় কোম্পানির কয়েকজন ব্যক্তিকেও। আহত ব্যক্তিদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সালানপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ধসে যাওয়া রাস্তাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। যার ফলে ওই রাস্তাটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শেষ পর্যন্ত ওই ঘটনার ৪৮ ঘন্টা পরে শুক্রবার সকাল থেকে যুদ্ধ কালীন তৎপরতায় ধসে যাওয়া রাস্তাটি হাইড্রা দিয়ে পরিষ্কার করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা মেন পাইপ লাইনের মেরামতির কাজ শুরু করে। পাইপ লাইন মেরামতি কাজ শেষ হলে ধসে যাওয়া রাস্তার মেরামতির কাজ শুরু হবে বলে জানা গেছে।