শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- শুশুনিয়া পাহাড়ের কোলে সিড বোম তৈরি করে বৃক্ষরোপন বনবিভাগের। প্রকৃতির কোল পাহাড়ের সবুজায়ন করতেই এমন অভিনব পদ্ধতির মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর কাজ শুরু করেছে বনবিভাগ। এর ফলে আগামী দিনে শুশুনিয়া পাহাড়ের ফাঁকা স্থান ভরে উঠবে গাছগাছালিতে, বাড়াবে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য। এমনটাই দাবি বনদপ্তরের।
বাঁকুড়ার পশ্চিমপ্রান্তে অপরূপ সৌন্দর্য্যের ডালি নিয়ে শুশুনিয়া পাহাড় ডাক দেয় প্রকৃতি প্রেমীদের। সবুজ পাহাড়ের নানা গাছ গাছালির মধ্য দিয়ে নুড়ি পাথরের রাস্তা ধরে পাহাড়ে চড়ায় এক অ্যাডভেঞ্চার খুঁজে পান ভ্রমণ পিপাসু মানুষজন। সেই শুশুনিয়া পাহাড়ের কোলকে আরও চির সবুজে ভরিয়ে দিতে শুরু হয়েছে বিশেষ কর্মসূচী। শুশুনিয়া পাহাড়ের অনেক প্রান্তেই গাছ নেই রয়েছে শুধু পাথর। আবার বার বার শুশুনিয়া পাহাড়ে আগুন লেগেও নষ্ট হয়েছে বহু গাছপালা। এর ফলেও শুশুনিয়া পাহাড়ের কিছু অংশ ফাঁকা হয়ে গিয়েছে।
এবার শুশুনিয়া পাহাড়ের সেইসব ফাঁকা স্থান অভিনবভাবে চির সবুজ করতে উদ্যোগী হয়েছে বনবিভাগ। নুড়ি পাথরের বুকে সিড বোম কাজে লাগিয়ে শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্য্য আরও বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ নিয়েছে ছাতনা বনদফতর। বিভিন্ন প্রজাতির গাছের বীজ একটি বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে বলের আকার তৈরি করে সেই বলের মধ্যেই বীজকে অঙ্কুরিত করা হচ্ছে। যা বনদফতরের ভাষায় সিড বোম নামেই পরিচিত। সেই সিড বোম ফেলে দেওয়া হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ফাঁকা অংশে। সেখানে ফেলে দেওয়া ওই সিড বোম থেকে অঙ্কুর ধীরে ধীরে পাথরের কোল ধরে গজিয়ে উঠবে গাছে। এই পদ্ধতির মধ্য দিয়ে আগামীদিনে শুশুনিয়ার ফাঁকা স্থান ভরে উঠবে চির সবুজে। আর এই উদ্যোগে শুশুনিয়ার প্রকৃতি আরও বেশী করে প্রকৃতি প্রেমিক মানুষের কাছে আকর্ষনের জায়গা হয়ে উঠবে বলে মনে করছে বনদফতর।