সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার ‘ইউনিফর্ম সিভিল কোড’ (ইউ.সি.সি) বাতিলের দাবিতে সরব হল আদিবাসী সংগঠন ‘ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশান’। শুক্রবার সংগঠনের সদস্যরা মিছল ও গণ বিক্ষোভ করে বাঁকুড়া জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়।
এদিন ‘ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশান’ ডাকে ইউ.সি.সি বাতিল, মণিপুর ও এরাজ্যের মালদা কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বাঁকুড়ার পথে নামে আদিবাসীরা। বিক্ষোভকারীরা এদিন দাবি করেন ইউসিসি কালাকানুন দূর করতে হবে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ইউসিসি নামক কালা কানুন লাগু করা চলবে না। ইউসিসি লাগু করে জল জঙ্গল জমিনের অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করা যাবে না ও আদিবাসীদের পরম্পরা গত প্রথা ও রীতিনীতি খতম করার চলবে না। পাশাপাশি মণিপুরে ও রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদও জানান তারা।
এদিন শহরের তামলিবাঁধ থেকে মিছিল শুরু করে মাচানতলা, পোষ্ট অফিস হয়ে বাঁকুড়া জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছয় আদিবাসীদের প্রতিবাদ মিছিল। এবং সেখানে কিছুক্ষণ গণ বিক্ষোভ প্রদর্শণের পর ডেপুটেশন কর্মসূচীতে সামিল হন বিক্ষোভকারীরা। তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারিও দিয়েছেন আদিবাসী সমাজের মানুষজন।