eaibanglai
Homeএই বাংলায়ডিএসপির উচ্ছেদ অভিযান কাণ্ডেঃ আসরে বিজেপি সাংসদ আলুওয়ালিয়া

ডিএসপির উচ্ছেদ অভিযান কাণ্ডেঃ আসরে বিজেপি সাংসদ আলুওয়ালিয়া

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- বাংলার এক বিখ্যাত প্রবাদ ‘চোরকে বলে চুরি করতে আর গৃহস্তকে বলে সাবধান হতে’ বাক্যটি যেন সত্যি হয়ে উঠল আজ বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়ার সাংবাদিক সম্মেলনে। রাষ্ট্রয়ত্ব সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা তার নিজস্ব রেকর্ড ভুক্ত জমি পুনরুদ্ধার করার লক্ষ্যে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযানের জন্য ইতিমধ্যেই নোটিশ করেছে বসবাসকারীদেরকে । কিন্তু উচ্ছেদ নোটিশ দেওয়ার পর থেকেই যেভাবে ঘরে বাইরে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষরা চাপে পড়েছেন তা গতকালকের সাংবাদিক সম্মেলন থেকে একপ্রকার স্পষ্ট হয়ে গেল।
গতকাল দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরী এনডিউস প্লেসে নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন এর সম্মেলনের আয়োজন করেছিলেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া, সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুোই সহ একাধিক বিজেপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরও। ওই দিনের সাংবাদিক সম্মেলনের মূল বক্তব্য ছিল রাষ্ট্রয়ত্ব সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা তাদের নিজস্ব জমিতে যে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন বসবাসিকারীদের বিরুদ্ধে। সেই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া । তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন “পুনর্বাসন ছাড়া কোনভাবেই উচ্ছেদ অভিযান করা চলবে না। যদি তারপরও রাষ্ট্রয়ত্ব সংস্থা দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ বুলডোজার নিয়ে ইস্পাত কর্তৃপক্ষের জমিতে অবৈধভাবে বসবাসকারী মানুষজনকে উচ্ছেদ করতে যায়, তাহলে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াবেন বলে করা হুঁশিয়ারি দেন।” এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার এহেন মন্তব্যের পর স্বভাবতই খুশির হাওয়া দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে ইস্পাত কর্তৃপক্ষের জমিতে বসবাস করা মানুষজনদের মধ্যে।

এদিকে সাংবাদিক সম্মেলন শেষ হতে না হতেই শিল্পাঞ্চলের শাসকদলের একাধিক নেতাকর্মীরা মুখ খুলেছেন এ বিষয়ে । “কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থাকে দিয়ে প্রথমে নোটিশ করিয়ে মানুষের মধ্যে ভীতিসঞ্চার করে, তারপরে আবার সাংবাদিক সম্মেলন করে বুলডোজারের সামনে দাঁড়াবো, বলে মানুষের মধ্যে নিজে দলের পক্ষে আসন্ন পৌরনিগম নির্বাচনে ভোট টানার প্রচেষ্টা চালাচ্ছেন মাননীয় সাংসদ বলে অভিযোগ করেন তারা। তাদের আরো অভিযোগ “এতই যদি তার দরদ উঠলে পড়ছে ওই বসবাসকারীদের জন্য তাহলে, কেন তিনি রাষ্ট্রয়ত্ব সংস্থা দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবিলম্বে এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে অনুরোধ করছেন না, যতদিন না পুনর্বাসন সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে ?

অন্যদিকে শিল্পাঞ্চলের একাধিক বাম মনস্ক মানুষজন এদিন বলেন,”রাজনীতি করার উদ্দেশ্যেই এহেন সাংবাদিক সম্মেলন করে ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা করছেন মাননীয় সাংসদ। ভারতীয় জনতা পার্টির জনসমর্থন পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলের এই প্রান্তে যে তলানিতে ঠেকেছে তা বুঝতে পেরেই মাননীয় সাংসদদের এহেনও সাংবাদিক সম্মেলন করে মানুষ দরদী ভাবমূর্তি তৈরি করার এক ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন বলে তারা অভিযোগ করেন।”

দুর্গাপুর ইস্পাত কারখানার বিশিষ্ট শ্রমিক নেতা ও তৃণমূল কংগ্রেস কর্মী,জয়ন্ত রক্ষিত এদিন অভিযোগ করে বলেন, “আমরা সবাই জানি রাষ্ট্রকে বাঁচাতে দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। কিন্তু তা বলে ৫০ থেকে ৬০ বছর ধরে যে সকল বিভিন্ন পেশার মানুষ ইস্পাত কর্তৃপক্ষের জমিতে বসবাস করছেন তাদেরকে কোনভাবেই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। একথা আমরা বহু আগে থেকেই বলে আসছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জমি অধিগ্রহণ করার আগে আপনারা জানেন পাচামিতে তিনি আদিবাসীদের জন্য কর্মসংস্থান সহ তাদের যথাযথ পুনর্বাসন দিয়েছেন। যা গোটা দেশের কাছে এক উজ্জ্বল উদাহরণ। মাননীয় সাংসদ এস এস আলুওয়ালিয়া সাহেব এখন যে কথা বলছেন সেই কথা তিনি কেন ইস্পাত মন্ত্রকে গিয়ে বলেননি, যেখানে তিনি সহজেই এ বিষয়ের সমস্যার সমাধান করতে পারতেন। আসলে গোটা পশ্চিমবঙ্গে বিজেপির পায়ের তলার মাটি চলে গিয়েছে। মাননীয় সংসদ খুব ভালো করেই বুঝতে পারছেন আগামী লোকসভা নির্বাচনে ও আসন্ন দুর্গাপুর পৌরনিগম নির্বাচনে তার দল বিজেপি শূন্য হয়ে যাবে। সে কথা জেনেই তিনি তার কর্মীদের পুনর্জীবিত করতে এবং ওইসব এলাকার মানুষের কাছে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যেই এহেন বক্তব্য দিয়ে বিজেপির পক্ষে ‘সিমপ্যাতি ভোট’ নেওয়ার এক ব্যর্থ চেষ্টা করছেন। তবে ‘সে গুড়ে বালি’। দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল তারা জানেন যতদিন মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গে রয়েছে ততদিন কেন্দ্রীয় সরকারের কোন দমন প্রীড়ণ নীতি পশ্চিমবঙ্গের লাঘু হতে দেবেন না। এ কথা শিল্পাঞ্চলের প্রত্যেকটি ভোটার জানে।”

গত কালকের মাননীয় সাংসদ এসএস আলুওয়ালিয়ার এই সাংবাদিক সম্মেলন ঘিরে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে শিল্পাঞ্চলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments