সঙ্গীতা চোধুরী( চ্যাটার্জী)ঃ– প্রতি তিন বছর শেষে একটি করে অধি মাস আসে এই অধি মাসটিকে বলা হয়, পুরুষোত্তম মাস। ভগবত গীতার ১৫ নাম্বার অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি পুরুষোত্তম, তাই তার নামে এই মাসকে অভিহিত করা হয়, নারায়ণ ও শ্রী কৃষ্ণের ভক্তগণ এই মাসে ভগবানের পূজার্চনা করেন, এই মাসে যদি ভগবান নারায়ণের বিভিন্ন অবতারের পুজো করা হয়, তা অধিক ফলদায়ক হয় বলে মনে করা হয়, দেবতা থেকে মানুষ সকলেই কৃষ্ণের প্রীতি বিধান করবার জন্য এবং তার কৃপা লাভ করবার জন্য অত্যন্ত ভক্তিসহকারে এই মাসে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেন।
অনেকেই আবার এই মাসকে মল মাস বলেন কারন এই মাসে জাগতিক কোন কাজকর্ম হয় না। এই মাসে আধ্যাত্মিক কাজকর্মে অধিক ফল লাভ হয়। তবে রসিক বৈষ্ণব আচার্য গণ বলেন যে, এই মাসের ব্রত পালন করলে যেহেতু হৃদয়ের মধ্যে থেকে থাকা সকল মল অর্থাৎ কলুষতা, পাপ দূরীভূত হয় সেই কারণেই এই মাসকে মল মাস বলা হয়।