সংবাদদাতা,বাঁকুড়াঃ– হাসপাতাল চত্বর থেকে বিশাল মাপের এক ময়াল সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনা বাঁকুড়ার খাতড়া মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকার। বুধবার রাতে হাসপাতালের মেন গেটের সামনে থেকে ওই ময়াল সাপটিকে উদ্ধার করেন এক কর্মরত অ্যাম্বুলেন্স চালক।
জানা যায় প্রথমে খাতড়া মহকুমা হাসপাতাল যাওয়ার রাস্তার ধারে সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা জানান এত বড় আকারের সাপ এলাকায় আগে কোনোদিন দেখা যায়নি। ফলে বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। পরে সাপটি উদ্ধার করে বন দফতরের গিয়ে তাদের হাতে তুলে দেন এক অ্যাম্বুলেন্স চালক। সাপটি প্রায় ৫ফুট লম্বা ও ওজন প্রায় ৭কেজি।
উল্লেখ্য গঙ্গাজলঘাটি থানা এলাকার বাসিন্দা ওই অ্যাম্বুলেন্স চালক দিব্যেন্দু গোস্বামী একটি পশু পাখি সম্পর্কিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। এদিন দিব্যেন্দু বাবু বলেন, এইধরণের সাপ সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। বর্ষার জলের কারণে সাপটি লোকালয়ে চলে আসতে পারে বলে জানান তিনি।