eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ পদযাত্রা

দুর্গাপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ পদযাত্রা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিশুকে মাতৃদুগ্ধ খাওয়ানোয় উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতির কথা মাথায় রেখে নারী তথা মায়েদের সচেতন করতে প্রতি বছর অগস্টের ১ তরিখ থেকে ৭ তারিখ পর্যন্ত এক সপ্তাহ ধরে পৃথিবীর ১২০টিরও বেশি দেশে পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ। জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানোর বার্তা দেওয়া হয় এই বিশেষ কর্মসূচিতে।

বিভিন্ন দেশের পাশাপাশি রাজ্য সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে রাজ্য জুড়ে পালিত হচ্ছে এই বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ। শুক্রবার এই কর্মসূচির অঙ্গি হিসেবে দুর্গাপুর ২ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি দুর্গাপুরের সিটিসেন্টার এলাকাটি পরিক্রমা করে। অঙ্গনওয়াড়ি কর্মীরা এদিনের এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়া দুর্গাপুরের বিভিন্ন এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মীরা এই সপ্তাহ উদযাপন করতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments