সংবাদদাতা,আসানসোলঃ– বাংলা তার চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস পাওয়ার দিকে আরও একধাপ এগিয়ে গেল। শনিবার শুরু হল পাটনা-হাওড়া বন্দেভারত এক্সপ্রেসের ট্রায়াল রান।পাটনা থেকে ট্রায়াল রান শুরু করে বন্দে ভারত, পথে আসানসোল স্টেশন দুই মিনিটের জন্য থামে। এদিন বেলা ১২ টা ১৩ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল স্টেশনে এসে পৌঁছায়। আর সেই সময় এই দ্রুততম ট্রেন দেখতে স্টেশনে ভিড় জমান স্থানীয়রা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ আগস্ট থেকে এই ট্রেনের চলাচল শুরু হবে। প্রসঙ্গত আসানসোলের উপর দিয়ে একটি বন্ধে ভারত ট্রেন চলুক এই আসা ছিল আসানসোল বাসীর। অবশেষে সেই আশা পূরণ হতে চলেছে।
আগামী দিনে পাটনা-হাওড়া ছাড়াও আরও একটি বন্দে ভারত পেতে চলেছে রাজ্য। এই ট্রেনটি বহু প্রতীক্ষিত রাঁচি-হাওড়া রুটে ছুটবে। জানা গেছে পুজোর আগেই এই এক্সপ্রেসের উদ্বোধন হবে। এর আগে বাংলা থেকে হাওড়-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরী রুটে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হয়েছে রাজ্যে।