eaibanglai
Homeএই বাংলায়মুরারইয়ে চলন্ত ট্রেন থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মুরারইয়ে চলন্ত ট্রেন থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সংবাদদাতা,মুরারইঃ- মুরারইয়ে চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। জানা গেছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ট্রেনগুলিতে নজরদারি বাড়িয়েছে জিআরপি। বৃহস্পতিবার শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নজরদারি চালানোর সময় সাঁইথিয়া জিআরপিএস-এর অ্যান্টি-ক্রাইম টিম ট্রেনের একটি জেনারেল বগি থেকে সন্দেহজনকভাবে পড়ে থাকা দুটি ব্যাগ উদ্ধার করে এবং ওই ব্যাগ থেকে ১২ টি ওয়ান শাটার বন্দুক উদ্ধার হয়।

ঘটনা সূত্রে জানা যায় এদিন বেলা ২.৪৫নাগাদ ট্রেনটি মুরারাই স্টেশন থেকে ছাড়ার সময় সন্দেহজনক দুটি ব্যাগ নজরে আসে সাঁইথিয়া জিআরপিএস-এর। ব্যাগ দুটি খুলতেই দুটি ব্যাগ থেকে ৬ টি করে মোট ১২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ট্রেনের ওই কামরার ভিডিওগ্রাফি করার পাশাপাশি কামরার যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ট্রেন সাঁইথিয়া স্টেশনে পৌঁছলে সাঁইথিয়া জিআরপিএস-এর অ্যান্টি ক্রাইম টিমের কর্মী আধিকারিকরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে সাঁইথিয়া পুলিশ স্টেশনে যায় ও একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments