eaibanglai
Homeএই বাংলায়রাঢ়েশ্বর শিব মন্দিরের অদূরে গাঁজার আসর, তিতিবিরক্ত স্থানীয়রা

রাঢ়েশ্বর শিব মন্দিরের অদূরে গাঁজার আসর, তিতিবিরক্ত স্থানীয়রা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পবিত্র শ্রাবণ মাসে কাঁকসার আড়া গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন রাঢ়েশ্বর শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। এই মাসের সোমবার ছাড়াও পুরো মাস ধরেই রাঢ়েশ্বর শিবের মাথায় জল ঢালতে ভক্তরা পৌঁছে যান মন্দিরে। কিন্তু ইদানিং বহিরাগতদের দাপটে রীতিমতো তিতিবিরক্ত ভক্ত ও স্থানীয়রা। অভিযোগ শিবমন্দিরের অদূরেই নিয়মিত বসে গাঁজার আসর। কখনো কল্কের ভেতর গাঁজা ভরে টান,তো কখনো রোলিং পেপারে মুড়ে চলে সুখ টান।

স্থানীয়দের অভিযোগ সন্ধ্যা নামলেই বহিরাগতদের দাপট শুরু হয়। গাঁজার আসরের পাশাপাশি বসে মদেরও ঠেক। রাঢ়েস্বর শিব মন্দিরের সেবায়েত সোমনাথ চক্রবর্তী বিষয়টি স্বীকার করে নিয়ে জানান, একাধিকবার তারা নেশাগ্রস্থ বহিরাগতদের দাপট রুখতে একাধিক ব্যাবস্থা নিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এমনকি তিনি দাবি করেন রাতের অন্ধকারে পুলিশের নজর এড়িয়ে মাদক পাচারও হয়। ফলে এলাকায় দেখা দিয়েছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। অন্যদিকে নাম জানাতে অনিচ্ছুক এক ভক্ত জানান, এই দুষ্কৃতীদের দৌরাত্ম্যের জেরে তাদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে কড়া ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments