eaibanglai
Homeএই বাংলায়চাকরি করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ১

চাকরি করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ১

সংবাদদাতা, বাঁকুড়াঃ- অসম রাইফেলসে চাকরি করে দেওয়ার নাম করে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হুগলির কোন্নগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাঁকুডার কোতুলপুর থানার পুলিশ। ধৃতের নাম সৌরভ চট্টোপাধ্যায়, বাড়ি কোন্নগরে। তিনি আবার কোন্নগর পৌরসভার একজন কর্মী বলে জানা গেছে ।

ঘটনা সূত্রে জানা যায় বছর কয়েক আগে কোতুলপুরের জনৈক ব্যবসায়ী সাথে আলাপ হয় সৌরভ চট্টোপাধ্যায়ের। পরে সেই আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হয়। সৌরভ ওই ব্যবসায়ীকে বলেন তার দিল্লির সংসদ ভবনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং সেই সূত্র ধরে ব্যবসায়ীর এক আত্মীয়কে চাকরি করে দেওয়ার আশ্বাস দেন। আর চাকরি করে দেওয়ার নাম করে ২০১৪ সাল থেকে ধাপে ধাপে ১৮ লক্ষ টাকা নেন । কিন্তু ২০২৩ সাল পর্যন্ত চাকরি বা টাকা কোন কিছুই না মেলায় ওই ব্যবসায়ী চলতি বছরের জানুয়ারি মাসে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর অভিযুক্তকে বার বার নোটিশ জারি করে ডাকা হলেও তিনি কোতুলপুর থানায় দেখা করেননি। অবশেষে হুগলির কোন্নগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কোতুলপুর থানার পুলিশ এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। ধৃত ওই ব্যক্তি কোনো চক্রের সঙ্গে যুক্ত কিনা সে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments