সংবাদদাতা, বর্ধমান : নিজেকে লেবার কমিশনার পরিচয় দিয়ে একটি গ্যাস সংস্থার অফিস থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে রবীন্দ্রনাথ সাহা নামের এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের বাড়ি কাটোয়া থানার লেনিন সরণিতে। শুক্রবার সকালে বর্ধমান স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৬ আগস্ট ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন মুখ্য দায়রা আদলত।
পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টে নাগাদ রবীন্দ্রনাথ সাধনপুর এলাকায় একটি গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসে হাজির হয়। সে নিজেকে লেবার কমিশন অফিসের আধিকারিক বলে পরিচয় দেয়। বিভিন্ন নথিপত্র দেখিয়ে অফিসের কর্মীদের কাছ থেকে সে টাকা দাবি করে। তার কথাবার্তায় সন্দেহ হয় কর্মীদের। কর্মীরা লেবার কমিশন অফিসে যোগাযোগ করেন। সেখানে কথাবার্তা বলার পর ভুয়ো পরিচয়ে রবীন্দ্রনাথ টাকা আদায় করতে এসেছে বলে নিশ্চিত হন কর্মীরা। এরপরই অর্ণব বিশ্বাস নামে এক কর্মী ঘটনার কথা জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ভুয়ো পরিচয় দিয়ে ও জাল নথিপত্র তৈরি করে প্রতারণার ধারায় মামলা রুজু করে থানা।