সংবাদদাতা, কাটোয়া: পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পালিটা গ্রামে স্ত্রীকে নৃশংস ভাবে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযোগ মৃতের বাপেরবাড়ির আত্মীয়দের। খুনের ঘটনায় স্বামী সন্তোষ ফৌজদার কে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে।
কাটোয়া মহকুমার কেতুগ্রামের পালিটা গ্রামের সন্তোষ ফৌজদারের সাথে ২৬ বছর আগে বিয়ে হয়েছিল বোলপুরের উদয়নপল্লীর ফুলেশ্বরী সঙ্গে।
গতকাল রাত্রে পারিবারিক অশান্তি হয়। এরপর সকালে প্রতিবেশীরা জানতে পারেন ফুলেশ্বরীকে পাওয়া যাচ্ছে না। এরপর খোঁজাখুঁজি করলে দেখা যায় ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ফুলেশ্বরীর দেহ।
খবর দেওয়া হয় কেতুগ্রাম থানায়। কেতুগ্রাম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় কেতুগ্রাম থানায়।
জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করা হয় ফুলেশ্বরীর স্বামী সন্তোষ ফৌজদারকে। ফুলেশ্বরীর বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়ে খুব চাপা থাকায় পরিবারের অশান্তির কথা কখনো জানায়নি বাড়িতে। তবে কদিন আগে পারিবারিক ঝামেলার কথা বাড়িতে জানিয়েছিল ফুলেশ্বরী। এরপর সন্তোষ ফৌজদারের নামে ফুলেশ্বরী বাপের বাড়ির পরিবার কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করলে কেতুগ্রাম থানার পুলিশ গ্রেফতার করে সন্তোষকে। দেহটি ময়নাতদন্তীর জন্য পাঠানো হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালের মর্গে। স্বাভাবিকভাবেই বিবাহের প্রায় ২৬ বছর পর নিশংসভাবে স্ত্রীকে খুন করায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পালিটা গ্রামে।।