নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবীন্দ্রনাথের বর্ষা ঋতুকেন্দ্রিক গানের ডালি নিয়ে ‘যায় দিন শ্রাবণ দিন’ শীর্ষক মনোজ্ঞ অনুষ্ঠান নিবেদন করলেন ‘দুর্গাপুর রম্যবীণা’র শিল্পীরা, ১১ ও ১২ আগস্ট ২০২৩ সন্ধ্যায়, ইস্পাত নগরীর দেশবন্ধু ভবনে। উপস্থিত শ্রোতারা সিক্ত হলেন বুদ্ধদেব সেনগুপ্ত, সুমিতা রাহুত, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দোপাধ্যায়, শ্রাবয়িতা দে দাস, বাণী চট্টোপাধ্যায়, সুদীপ্তা দাস জানা,জোনাকি মজুমদার, সুস্মিতা সাহা, মানসী মুখোপাধ্যায়, মৌসুমী রক্ষিত, অনিন্দিতা সেনগুপ্ত, রিমা ঘোষ, মহুয়া সরকার, সোমা মৈত্র, আলপনা বারিক, পারমিতা ভট্টাচার্য্য, পূর্ণিমা ঘোষ, পুলকবর্ধন ঘোষ, কৃষ্ণেন্দু ভট্টাচার্য্য, শিশুশিল্পী ঐশী রায়, সমীরণ বাগচী, সপ্তপর্ণা দে প্রমুখ ৪৫ জন শিল্পীর আন্তরিক একক গানের পরিবেশনে। শিল্পীদের সঙ্গে যন্ত্রাণুষঙ্গ সহযোগিতায় সুনিপুণ দক্ষতা প্রদর্শন করেন সমীর রায়, বোধিচিত্ত বন্দোপাধ্যায়, সন্দীপ দাস, বুদ্ধদেব দাস এবং প্রদীপ প্রামাণিক। সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনার যাবতীয় কৃতিত্ব অবশ্যই বিপ্লব মুখোপাধ্যায়ের।