সংবাদদাতা,বাঁকুড়া:– যাদবপুরে ছাত্র মৃত্যু কাণ্ডে নয়া মোড়। ওই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন বাঁকুড়া শহরের বাসিন্দা দীপশেখর দত্ত। ১৯ বছরের দীপশেখর যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে তার গ্রেফতারির খবরে রীতিমতো চিন্তিত দীপশেখরের অভিভাবক। যদিও তাদের বক্তব্য তাদের ছেলে এই কাজ করতে পারে না।
বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচনতলা এলাকায় ফেমাস গলি এলাকার বাসিন্দা দীপশেখর বাঁকুড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর গত বছরই অর্থনীতি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। দীপশেখরর বাবা মধুসূদন দত্ত পেশায় জমির কারবারি। মা সঙ্গীতা দত্ত। দুজনেই জানান, রবিবার সকালেই ছেলের গ্রেফতারির খবর পেয়েছেন তারা। মধুসূদনবাবু ও সঙ্গীতাদেবী এদিন জানান, ছোট থেকেই দীপশেখর পরপোকারী। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ত। তাদের ছেলে এই কাজ করতে পারে বলে বিশ্বাস করেন না তারা। তারা চান সত্যিটা সামনে আসুক ও প্রকৃত দোষীরা শাস্তি পাক। তবে তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় তাদের ছেলে দোষী, তাহলে সে শাস্তি পাক। কারণ সন্তানের বাবা-মা হিসেবে অন্যের কোল খালি হয়ে যাওয়ার বিষয়টিও তারা মেনে নিতে পারছেন না।
অন্যদিকে সারা রাজ্য যখন যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে সরগরম, তখন খোদ বাঁকুড়া শহরের এক মেধাবী ছাত্রের গ্রেফতারের ঘটনায় রীতিমতো সাড়া পড়েছে শহরজুড়ে।