eaibanglai
Homeএই বাংলায়'বয়েজ ক্লাব' এর উদ্যোগে পালিত হলো সাতাত্তর-তম স্বাধীনতা দিবস

‘বয়েজ ক্লাব’ এর উদ্যোগে পালিত হলো সাতাত্তর-তম স্বাধীনতা দিবস

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরাঃ- রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে যথাযোগ্য মর্যাদা সহকারে দেশের সাতাত্তর-তম স্বাধীনতা দিবস পালন করল পূর্ব বর্ধমানের গুসকরা শিরিষতলা বয়েজ ক্লাব।

ক্লাব সদস্যদের উপস্থিতিতে ও স্বাধীনতা সংগ্রামীদের নামে জয়ধ্বনির মাধ্যমে এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী। তাকে সহযোগিতা করেন ক্লাব সম্পাদক সওগত মল্লিক সহ অন্যান্যরা।

পাশাপাশি চীনের হামলায় নিহত তরুণ সেনা জওয়ান রাজেশ ওরাংয়ের স্মৃতিতে গড়ে ওঠা ‘শহীদ সৌধ’ -এর ছাউনিরও উদ্বোধন করেন কুশল বাবু। তিনি ছাড়াও সেখানে বীর সেনানীর প্রতি সম্মান জানিয়ে পুষ্পার্ঘ্য প্রদান করেন গুসকরা বীট হাউসের ওসি নীতু সিংহ সহ ক্লাব সদস্যরা ও বহু পথ চলতি সাধারণ মানুষ।

বয়েজ ক্লাবের সৌজন্যে এই প্রথমবারের জন্য স্বাধীনতা দিবসে শহীদদের স্মৃতিতে শহরবাসী একটি কুচকাওয়াজের সাক্ষী থাকার সুযোগ পেল। নিজেদের ব্যাণ্ডের তালে তালে কুচকাওয়াজে অংশগ্রহণ করে গুসকরা মহাবিদ্যালয়ের এনসিসির ক্যাডাররা। কুচকাওয়াজে পা মেলান অধ্যক্ষ ড: সুদীপ চট্টোপাধ্যায়, অধ্যাপক চিন্ময় ঘোষ, অধ্যাপক শিশির ঘোষ সহ অন্যান্যরা।

কুশলবাবু তার বক্তব্যে আজকের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। একইসঙ্গে গান্ধীজী, নেতাজির হিংসামুক্ত, সাম্প্রদায়িকতামুক্ত সমাজগঠনের স্বপ্ন পূরণের জন্য প্রত্যেককে আহ্বান জানান।

নিবেদিতা গড়াইয়ের নেতৃত্বে সমবেত জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জানা যাচ্ছে বিদ্যাসাগর হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে স্থানীয় একটি ড্যান্স গ্রুপের কলাকুশলীরা অংশগ্রহণ করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments