সংবাদদাতা,বাঁকুড়াঃ– পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে গন্ডগোল আর তার জেরে বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে আজ বাঁকুড়ার খাতড়ায় বিক্ষোভে প্রদর্শন করল স্থানীয় বিজেপি নেতৃত্ব।
প্রসঙ্গত, গত ১১ আগষ্ট বাঁকুড়ার খাতড়া ব্লকের গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা ওই গ্রাম পঞ্চায়েতে আক্রান্ত হন তৃণমূলের স্থানীয় গোড়াবাড়ি এলাকার অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় দাস। এই ঘটনায় পরের দিনই খাতড়া থানার পুলিশ বিজেপির রানীবাঁধ চার নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি আশিস মাহাতো সহ দুজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। আপাতত জেল হেফাজতে আছেন আশিস মাহাতো।
এরপরই আশিস মাহাতো সহ দুজনকে বিনা দোষে গ্রেফতার করা হয়েছে এই দাবী তুলে আজ খাতড়ার পাপড়া মোড় থেকে মিছিল করে বিজেপি। প্রতিবাদ মিছিল খাতড়া বাজার পরিক্রমা করে খাতড়া থানায় যায়। পরে খাতড়া থানায় গিয়ে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। অবিলম্বে মামলা প্রত্যাহার করে ওই মণ্ডল সভাপতিকে মুক্ত করা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা।