সংবাদদাতা,আসানসোলঃ– শনিবার গরু পাচার কাণ্ড মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের মামলা, আসানসোল বিশেষ সিবিআই আদালত থেকে ইডির দায়ের করা দিল্লি রাউস এভিনিউ কোর্টে স্থানান্তরিত সংক্রান্ত মামলার শুনানি ছিল। আর সেই শুনানি চলাকালীন বিচারকের ভর্ৎসনার সম্মুখীন হতে হয় ইডিকে। এদিন বিশেষ সিবিআইয়ের বিচারক রাজেশ চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে ইডির আইনজীবীকে প্রশ্ন করেন কোন অধিকারে সংশ্লিষ্ট মামলার তদন্ত করছে ইডি।
প্রসঙ্গত ২৮ জুলাই গরু পাচার মামলা আসানসোল আদালত থেকে দিল্লির রাউস অ্যভিনিউ কোর্টে নিয়ে যেতে চেয়ে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শনিবার ওই মামলার শুনানিতে বিচারক বলেন, “এই মামলাটি আপনারা তদন্ত করছেন কোন অধিকারে? কেন্দ্রীয় সরকার কি আপনাদের কোনও ক্ষমতা দিয়েছে? যদি দিয়ে থাকে, তা হলে কাগজ দেখান।” পাশাপাশি তিনি সংযোজন করেন, “আপনারা কেন, এনআইএ বা অন্য কোনও সংস্থা দিয়ে কেন এই মামলার তদন্ত হবে না, ব্যাখ্যা করুন। এই মামলার অধিকাংশটাই এখানকার সিবিআই আদালতে শুনানি হচ্ছে। তা হলে কী ভাবে আপনারা নিজেদের ইচ্ছে মতো অন্য কোনও আদালতে এই মামলা নিয়ে যেতে চাইছেন? তা-ও আবার পাঁচশো সাক্ষীকে সঙ্গে করে!” বিচারকের পর্যবেক্ষণ, এতে বিচার হবে না, দ্রুত ট্রায়ালও সম্ভব হবে না।
এদিন বিচারকের প্রশ্নে রীতিমতো বিড়ম্বনায় পড়েন ইডির আইনজীবী এবং আদালতের কাছে সময় চেয়ে নেন। আগামী দু তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেদিন সি বি আই এর আইনজীবী তাদের স্বপক্ষে বক্তব্য ও প্রয়োজনীয় নথি পেশ করবেন এবং অনুব্রত মণ্ডলের আইনজীবী তার বক্তব্য আদালতে পেশ করবেন বলে জানা গেছে।