eaibanglai
Homeএই বাংলায়সতীত্বের জেরে ইন্দ্র,অগ্নি,সূর্যকে হারান অরুন্ধতী!

সতীত্বের জেরে ইন্দ্র,অগ্নি,সূর্যকে হারান অরুন্ধতী!

সঙ্গীতা চৌধুরীঃ- সতীর নাম বললে, সবার প্রথমে সতী অরুন্ধতীর নাম আসে! তার নাম নিলে বৈধব্য দোষ খন্ডন হয়ে যায়,কারণ তিনি তার সতীত্বের জোরেই তিন দেবতাকে হারিয়েছিলেন, হ্যাঁ সতীত্বের জেরেই ইন্দ্র,অগ্নি,সূর্যদেবকে পরাস্ত করেন সতী অরুন্ধতী! শিব পুরাণের সতী অরুন্ধতী ও দেবগণসংবাদ এ এই কাহিনী আছে। বশিষ্ঠ পত্নী অরুন্ধতী হলেন সতী শ্রেষ্ঠা। তাই একবার অরুন্ধতীর পতিব্রতার কথা শুনে সূর্যদেব, অগ্নিদেব ও ইন্দ্রদেব ঠিক করেন তারা অরুন্ধতীর কাছে গিয়ে পতিব্রতা ধর্ম কী তা জানবেন! কিন্তু দেবী অরুন্ধতী তাদের প্রশ্ন করার সুযোগ না দিয়েই তাদের মনের প্রশ্ন বুঝে উত্তর দিয়ে দেন, আর প্রমাণ করেন নারী তার পাতিব্রত্যের দ্বারা,সতীত্বের দ্বারা সবকিছুই করতে পারে।

দেবরাজ ইন্দ্র,অগ্নি দেব ও সূর্যদেবকে নিয়ে যখন অরুন্ধতীর কুটিরে যান তখন যেতে যেতে পথেই তারা অরুন্ধতীকে দেখেন। দেবী অরুন্ধতী একটি কলসী নিয়ে কুটির থেকে বেরিয়ে আসছিলেন, তখন তিন দেব অরুন্ধতীকে দেখতে পেয়ে তার সামনে দাঁড়ালেন। অরুন্ধতী ও তিনজন দেবতাকে দেখে তাদের বারবার প্রণাম ও প্রদক্ষিণ করে বললেন, আপনারা কি কাজের উদ্দেশ্যে এসেছেন তা আমাকে দয়া করে বলুন। অরুন্ধতীর কথা শুনে তিন দেব তখন বললেন, আমরা তোমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি, সতী অরুন্ধতী তখন বললেন, আপনারা অনুগ্রহ করে কিছু সময় আমার কুটিরের মধ্যে গিয়ে অবস্থান করুন, আমি কিছুক্ষণের মধ্যে এই কলসিটি জলে ভর্তি করে ফিরে এসে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। তিনজন দেবতা সতী অরুন্ধতীর মুখে এই কথা শুনে তখন বললেন, হে সতী তোমার জল আনার প্রয়োজন নেই, আমরা আমাদের নিজেদের পূণ্যফলের দ্বারা তোমার কলস জল পূর্ণ করে দেবো সুতরাং তুমি জল আনতে না গিয়ে আমাদের প্রশ্নের উত্তর দাও। সতী অরুন্ধতী তখন দেবতাদের কথায় রাজি হলেন।

দেবরাজ ইন্দ্র তখন বললেন আমি জন্ম থেকে তপস্যা বা ব্রহ্মচর্য দ্বারা যদি কোন পূণ্য ফল লাভ করে থাকি তবে সেই বলে এই কলসের চতুর্থ ভাগ পূর্ণ হোক। ইন্দ্র এই কথা বলার সাথে সাথেই কলসির এক ভাগ পূর্ণ হয়ে গেলো তখন অগ্নি দেব ও সূর্যদেব‌ও এক‌ইভাবে কলসির এক ভাগ করে করে কলসির তৃতীয় ও দ্বিতীয় ভাগ পূর্ণ করলেন,তিন জন দেবের প্রভাবে কলসির তিন ভাগ পূর্ণ হলেও কলসির চতুর্থ ভাগ পূর্ণ না হ‌ওয়ায় কলসী জল পূর্ণ হলো না, অবশিষ্ট এই এক ভাগ তখন পূর্ণ করলেন সতী অরুন্ধতী নিজে। সতী অরুন্ধতী বললেন রমণীরা যে পর্যন্ত নির্জন স্থান না পায় ও যে পর্যন্ত পর পুরুষের সঙ্গে বিশেষ আলাপ না হয় সে পর্যন্ত তারা সতী থাকে, সেই জন্য ভদ্রমহিলা গনের বন্ধু বান্ধব গণের সঙ্গে সর্বদা সতর্ক হয়ে চলা উচিত আমি এই সত্য রক্ষা করে চলেছি এবং এই সত্যের দ্বারা আমার এই কলসির চতুর্থ ভাগ জলে পূর্ণ হোক। সতী অরুন্ধতী এই কথা বলার সাথে সাথেই তার কলসিটি জলপূর্ণ হয়ে উঠলো এটি দেখে দেবতারা আশ্চর্য হলেন, এবং তারা সতী অরুন্ধতীর ক্ষমতা দেখে অবাক হয়ে গেলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments