নীহারিকা মুখার্জ্জী,হুগলিঃ- হুগলির হরিপাল ব্লকের হড়া আদিবাসী শিশু সংঘের উদ্যোগে এবং শ্রীরামপুর শ্রমজীবী ব্লাড ব্যাংকের সক্রিয় সহযোগিতায় ২৬ শে আগষ্ট হড়া ফুটবল ময়দানে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবির থেকে মোট ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এই রক্তদাতাদের মধ্যে ২৬ জন প্রথমবার রক্তদান করলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন রাজু ওরাং, সঞ্জিত বসু, অনির্বাণ ভট্টাচার্য, দেবাশীষ দে, অন্বয় দে সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্বয় বাবু বললেন – ধীরে ধীরে সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব বুঝতে পারছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারই প্রমাণ এতগুলো মানুষের রক্ত দিতে এগিয়ে আসা। আপাত দৃষ্টিতে সংখ্যাটা কম মনে হলেও কার্যত কোনো প্রচার ছাড়াই এই রক্তদান শিবির হয়। সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য সফল।
প্রসঙ্গত বিশিষ্ট সমাজসেবী অন্বয় বাবু ও তার গ্রুপের সদস্যদের উদ্যোগে মুমূর্ষু রুগীদের জন্য প্রায় প্রতি মাসেই এলাকার বিভিন্ন প্রান্তে একটি করে রক্তদান শিবির আয়োজিত হয়ে থাকে।