সংবাদদাতা,আসানসোলঃ– দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের রেস কাটতে না কাটতেই আসানসোলের হীরাপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ বাজি উদ্ধার করল পুলিশ। জানা গেছে ওই বাজি মজুত করে রাখা হয়েছিল। গোপান সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হীরাপুর থানার রামবাঁধ এলাকায় হানা দিয়ে ওই বাজি উদ্ধার করে পুলিশ। অনুমান করা হচ্ছে, যে পরিমাণে বাজি উদ্ধার হয়েছে তার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।
কিন্তু ওই বিপুল পরিমাণ বাজি কেন মজুত করে রাখা হয়েছিল, কোথা থেকেই বা আনা হয়েছিল ওই বাজি, সেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। অন্যদিকে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। আপাতত এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। তবে ঘটনায় জড়িতদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে বিষয়টি সামনে আসতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। লোকালয়ে লোকচক্ষুর আড়ালে কীভাবে বাজির ওই গুদাম তৈরি হল, কোনও কারণে ওই মজুত বাজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তার দায় বা কে নিত তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা।
প্রসঙ্গত দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশসান। ওই ঘটনার পর থেকে অবৈধ বাজি কারাখানার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। সেই তল্লাশি চলাকালীনই হীরাপুরের বাজি মজুতের বিষয়টি সামনে চলে আসে।