সঙ্গীতা চৌধুরীঃ- আজ ৩০ শে আগস্ট রাখি পূর্ণিমা। আজ সকাল ১০:৫৯ থেকে আগামীকাল সকাল ৭ টা ৪ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। এই সময় প্রতিবছর সব বোনেরা ভাইয়ের হাতে রাখি পড়ায়, কিন্তু এই বছর ভদ্রা যোগ করেছে তাই আজকের দিনে ১০.৫৯ মিনিট থেকে রাত ৯ টা ২ মিনিট পর্যন্ত যেহেতু ভদ্রা যোগ থাকবে তাই আজকের দিনে রাখি পরাবেন না, সেটা ভাইদের জন্য অশুভ হবে। এই সময় পুজোপাট করাকেও অশুভ বলে মনে করা হয়। তাহলে রাখি পূর্ণিমায় কখন রাখি পরাবেন? আজকে রাত্রি ন’টা দুই মিনিটের পর থেকে কাল সকাল অবধি শুভ যোগ চলবে,তাই এই সময় ভাইয়ের হাতে রাখি পরাতে পারেন।
এখন ভদ্রা যোগ কি এই বিষয়ে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে? সেক্ষেত্রে বলি গ্রহাধিপতি শনি ঠাকুরের বোন হল ভদ্রা, যে গোটা পৃথিবী গিলে খেতে পারতো। আজ তার অশুভ দৃষ্টি পড়বে এই সময়, জ্যোতিষ শাস্ত্র মতে এই সময়টি তাই এড়িয়ে যেতে হবে।