eaibanglai
Homeএই বাংলায়বিষ্ণুপুরের ওপর দিয়ে চলবে বন্দে ভারত এক্সপ্রেস!

বিষ্ণুপুরের ওপর দিয়ে চলবে বন্দে ভারত এক্সপ্রেস!

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- চালু হাওয়ার পর থেকেই গতির জন্য দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্য আমাদের রাজ্য তিনটি রুটে চালু হয়েছে এই ট্রেন পরিষেবা- হাওড়-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরী রুটে। আগামী দিনে পাটনা-হাওড়া রুটেও চালু হতে চলেছে এই ট্রেন, ইতিমধ্যে তার ট্রায়ালও হয়ে গেছে। অন্যদিকে খড়গপুর- আদ্রা লাইনেও এই ট্রেন পরিষেবার চালুর দাবি উঠছে। আর সেই দাবিতে এবার সীলমোহর দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। খুব শীঘ্রই বাঁকুড়া বিষ্ণুপুরের ওপর দিয়েও এই ট্রেন ছুটবে বলে দাবি করলেন সাংসদ।

এদিন সাংসদ বলেন, “কিছুদিন আগে জঙ্গল মহলের সব বিধায়করা এবং আমি রেল মন্ত্রীর সঙ্গে মিটিং করেছিলাম এবং অনুরোধ করেছিলাম খড়গপুর – আদ্রা ডিভিশনের পুরুলিয়া, বাঁকুড়া , বিষ্ণুপুরের ওপর দিয়ে একটা বন্দে ভারত চলুক। উনি বলেছেন এই রুটে একটা বন্দে ভারত চালু হবে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু বলছিনা তবে বন্দে ভারত বাঁকুড়া , বিষ্ণুপুরের উপর দিয়ে যাবে, এটা আমি নোটেড করে নিয়েছি।”

বাঁকুড়ার অন্যতম মন্দির নগর বিষ্ণুপুর। আর এই ঐতিহ্যের শহরেও নাকি দাঁড়াবে বন্দে ভারত। বিষ্ণুপুরে কি তাহলে হতে চলেছে বন্দে ভারতের স্টপেজ? এই বিষয়ে প্রশ্ন করা হলে সাংসদ জানান, “বিষ্ণুপুর একটি পৌরাণিক শহর। বিষ্ণুপুরে বন্দে ভারত তো দাঁড়ানো উচিত। বিষ্ণুপুরে বন্দে ভারত দাঁড়াবার করানোর ব্যবস্থা করব।” তিনি আরও বলেন “ইতিমধ্যেই বিষ্ণুপুর জয়রামবাটি লাইনের কাজ প্রায় ৫০ শতাংশ সমাপ্ত হয়েছে, তার মধ্যে বন্দে ভারত চালু হলে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments