সংবাদদাতা,বাঁকুড়াঃ– এবার অক্টোবর মাসের শেষ সপ্তাহে দুর্গাপুজো। তাই ঢাকে কাঠি পড়তে এখনও মাস দেড়েক বাকি। কিন্তু বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়া – বদড়া গ্রামে শোনা যাচ্ছে ঢাকের বোল। কারণ খোদ মন্ত্রী মশাই ঢাক বাজিয়ে ঘুরে বেরাচ্ছেন গ্রামের বাড়ি বাড়ি। আর তার সঙ্গী দলীয় কর্মীরা। কিন্তু এই অসময়ে ঢাক বাজানোর কারণ কি? আসলে এই ভাবেই গ্যাস সিলিন্ডারের দাম কমার কথা বাড়ি বাড়ি গিয়ে জানাচ্ছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার।
প্রসঙ্গত মঙ্গলবারই রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। গৃহস্থের মুখে হাসি ফুটিয়ে সাধারণ গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার পিছু ২০০ টাকা এবং উজালা গ্যাস সিলিন্ডার পিছু ৪০০ টাকা দাম কমানোর কথা ঘোষণা করা হয়। দুর্মূল্যের এই বাজারে এই ঘোষণা নিঃসন্দেহে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে মধ্য ও নিম্ন বিত্তের হেঁশেলে। অন্যদিকে কেন্দ্রের ঘোষণার পর পরই গ্যাস সিলিন্ডারের দাম কমার কথা প্রচারে কোমর বেঁধে নেমে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। ঢ্যাঁড়া পেটানোর ঢঙে কাঁধে ঢাক নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে নিজ মুখে গ্যাসের দাম কমানোর কথা সাধারণ মানুষকে জানান তিনি। পাশাপাশি মন্ত্রী জানান এরপর তার দলের কর্মীরাও এলাকায় এলাকায় ঘুরে গ্যাসের দাম কমার কথা প্রচার করবেন।
যদিও বিরোধীদের দাবি গ্যাসের দাম কমানোকে আগামী লোকসভা ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর ঢাক বাজিয়ে গ্যাস সিলিন্ডারের দাম কমার কথা প্রচারের বিষয়টি নিয়ে কটাক্ষ করেতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত এদিন বলেন,”দাম কমানো দেখেই বোঝা যাচ্ছে সামনেই লোকসভা ভোট। যদি দাম কমানোই যায় তাহলে এতদিন কেন বাড়তি দাম নিল কেন্দ্রের সরকার। আর লোকসভার ভোট আসতেই নাটক করতে নেমে পড়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।”