eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরা বন্দী করার অভিযোগ নেতার বিরুদ্ধে

দুর্গাপুরে মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরা বন্দী করার অভিযোগ নেতার বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা ,দুর্গাপুরঃ- বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরা বন্দী করছেন স্থানীয় বিজেপি নেতা। এমনই অভিযোগে শনিবার উত্তাল হল দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনি। এমনকি পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয় পুলিশকে।

ক্ষুদিরাম কলোনির বাসিন্দারা এদিন জানান পাড়ার জলের কল থেকে জল নেওয়ার পাশাপাশি ওই কলে নিয়মিত স্নানও করেন এলাকার মহিলারা। আর ওই কলের ঠিক উল্টো দিকেই রয়েছে স্থানীয় বিজেপি নেতা তথা ডিপিএলের কর্মী নন্দদুলাল চক্রবর্তীর বাড়ি। সম্প্রতি তিনি ওই কলের দিকে মুখ করে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন বাড়িতে। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদে সরব হন স্থানীয়রা। তাদের দাবি বার বার ওই বিজেপি নেতাকে ক্যামেরা সরানোর কথা জানানো হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। এমনকি ওই নেতা পাড়ার ওই জলের কল থেকে লাইন করে নিজের ঘরে কল লাগিয়ে জল চুরি করছেন বলেও দাবি স্থানীয়দের। এলাকাবাসীর দাবি এর ফলে পাড়ার ওই কলে জলের প্রেসার কমে গেছে। ফলে সমস্যায় পড়েছেন এলাকায় বসবাসকারী প্রায় দেড়শোটি পরিবার। প্রসঙ্গত এলাকার ওই জলের কলটি দীর্ঘ প্রায় ৩৫ বছরের পুরনো বলে জানিয়েছেন স্থানীয়রা এবং এলাকার সকলেই ওই কলের জলের উপরই নির্ভর করেন।

এদিন সকাল থেকেই অভিযুক্ত নন্দদুলাল চক্রবর্তীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশেও। কিন্তু অভিযোগ জানানোর প্রায় তিনঘণ্টা পর পুলিশ এাকায় পৌঁছলে মারমুখী হয়ে ওঠে ক্ষুব্ধ জনতা। পুলিশকে ঘেরাও করে পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অবশেষে পুলিশ অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে থেকে বিতর্কিত সিসিটিভি ক্যামেরাটি খুলে নিয়ে যায় ও ডিপিএল কর্তৃপক্ষকে জানিয়ে জল চুরির বিষয়ে সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments