সংবাদদাতা,আসানসোলঃ- দফায় দফায় দুই পাড়ার সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলে। সংঘর্ষের জেরে জখম একাধিক এলাকাবাসী। পরে বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা আসানসোলের বারাবনি গ্রাম পঞ্চায়েতের বারাবনি স্টেশন পাড়ার কাছে অবস্থিত কাঁঠালতলা বাউরি পাড়া ও পাশের নিমতলার।
ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল রাত থেকেই দুই পাড়ার মধ্যে ঝামেলা শুরু হয়। খবর পেয়ে, বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি মীমাংসা করে দেওয়ার চেষ্টা করলে সাময়িক উত্তেজনা প্রশমিত হয়। তবে রাত ফুরিয়ে সকাল হতেই রবিবার কাঠালতলার কিছু ছেলে নিমতলার কাছে রোডের ধারে চা খেতে গিয়েছিল। অভিযোগ তখনই নিমতলার কিছু ছেলে তাদের উপর চড়াও হয় ব্যাপক মারধর করে। এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বেধে যায়। শুর হয় ইট বৃষ্টি, যার জেরে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। পরে বারাবনি থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি জখমদের উদ্ধার করে কেলেজোড়া প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। যদিও তাদের মধ্যে একজন গুরুতর জখম থাকায়, তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।