শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়াঃ– এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ, ফের বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে ‘স্টপেজ’ পুরুলিয়া এক্সপ্রেসের। বৃহস্পতিবার সকালে ঝাঁটিপাহাড়ি স্টেশনে পতাকা নেড়ে পুরুলিয়া এক্সপ্রেসের যাত্রার সূচণা করেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। উপস্থিত ছিলেন রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা। পরে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার ও রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা ওই ট্রেনে চেপেই বাঁকুড়া স্টেশন পৌঁছন।
পুরুলিয়া এক্সপ্রেস ফের ঝাঁটিপাহাড়ি স্টেশনে ‘স্টপেজ’ দেওয়ায় খুশী ওই এলাকার ব্যবসায়ী, নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। এর ফলে কলকাতা যাতায়াত আরো সুগম হলো বলেই জানিয়েছেন তারা।
কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী ডাঃ সুভাষ সরকার এদিন বলেন, ঝাঁটিপাহাড়ি অন্যতম ব্যবসায়ীক কেন্দ্র। এই স্টেশনে পুরুলিয়া এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছিলেন মানুষ। বিষয়টি রেল মন্ত্রক ও রেল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনিই। অবশেষে সেই দাবি পূরণ হলো।