সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে খনি সংলগ্ন এলাকায় ধসের ঘটনায় ফের আতঙ্ক ছড়াল। এদিন ইসিসিএলের কুমারডি তিন নম্বর কোলিয়ারী এলাকায় ধস নামে।
স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে বিকট শব্দ শুনতে পেয়ে এলাকার বাসিন্দা খোঁজ খবর করতে গিয়ে দেখতে পান এলাকার খেলার মাঠে বিশাল আকার জুড়ে গর্ত তৈরি হয়েছে। ওই এলাকার মাটি ধসে নীচে বসে গেছে। এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার গৃহপালিত পশু প্রাণী বা ছোটরা যাতে গর্তে পড়ে না যায় তার জন্য স্থানীয়রাই ডালপালা দিয়ে এলাকাটি ঘিরে দেয়। স্থানীরয়া জানান ওই মাঠে প্রতিদিনই এলাকার ছোটরা খেলাধূলা করে। এমনকি মাঝে মধ্যেই ওই মাঠে ফুটবল ম্যাচও হয়ে থাকে। দিন কয়েক আগেই একটি ফুটবল ম্যাচ হয়ে গেছে ওই মাঠে। তখন যদি ধস নামতো তাহলে বড়সড় বিপদ ঘটে যেত পারতো বলে মনে করছেন স্থানীয়দের অনেকেই।
স্থানীয়দের অভিযোগ ইসিএলের গাফিলতির জেরেই এলাকায় বার বার ধস দেখা দিচ্ছে। প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষের কাছে অবিলম্বে তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে ইসিএল কর্তৃপক্ষের দাবি ইসিএলের খাদানে জেরে এই ধসটি হয়নি। এর আগে যে বেসরকারি সংস্থা গুলি ছিল তাদের কারণেই এই ধসের ঘটনা বলে মনে করছেন তারা।