সংবাদদাতা,আসানসোলঃ– পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক দিন মজুরের। ঘটনা আসানসোলের ১৫ নম্বর ওয়ার্ডের মৌজুড়ি দীনেশ পল্লীর। মৃত দিন মজুরের নাম ভুবন বাউরি (৩৫)। তিনি আসানসোল উত্তর থানার শীতলা রুইদাস পাড়ার বাসিন্দা ছিলেন।
জানা গেছে শুক্রবার দুপুরে সে বাড়ির অদূরে মৌজুড়ি দীনেশ পল্লীর পুকুরে স্নান করতে যায়। স্থানীয়দের দাবি পুকুরে স্নান করতে নেমে দুর্ঘটনাবশত জলে ডুবে যায় ওই দিনমজুর। এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অন্যদিকে খবর পেয়ে ছুটে যান ওই দিন মজুরের বাড়ির লোকজন ও এলাকার কাউন্সিলর শ্যাম সোরেন। পুলিশের উপস্থিতিতে এলাকার বাসিন্দারা পুকুরের জলে নেমে ভুবনের খোঁজ শুরু করে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর অবশেষে বিকেলের দিকে ভুবন বাউড়ির দেহ উদ্ধার হয়। তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরাও পরীক্ষা করে জানিয়ে দেন অনেক আগেই তার মৃত্যু হয়েছে। পরে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ।
অন্যদিকে পুকুকে স্নান করতে নেমে জলে ডুবে তরতাজা এক যুবকের মৃত্যুতে রীতিমতো স্তম্ভিত স্থানীয়রা। বিশেষ করে প্রত্যক্ষদর্শীরা জানান ভুবন বাউড়ি ওই পুকুরে স্নান করার সময় তার সঙ্গে কয়েক জন বন্ধুবান্ধব সহ আরও অনেকে পুকুর পাড়ে উপস্থিত ছিল। সবার সামনে কীভাবে ওই যুবক জলে ডুবে গেল তা নিয়ে ধন্ধে অনেকেই।