সংবাদদাতা,আসানসোলঃ– একদিকে অন্ডালে যখন সিপিএমের দলীয় কার্যালয় খুলে দিতে এগিয়ে এলেন খোদ তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তখন আসানসোলের জামুড়িয়ায় সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর করে দখলের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। জামুড়িয়ার ৬ নম্বর ওয়ার্ডের সাতগ্রাম এরিয়ার নিমডাঙ্গা প্রজেক্ট এলাকার ঘটনা। ওই এলাকার সি আই টি ইউ এবং সিপিআইএম- বামেদের দুটি পার্টি অফিসেই হামলা চালানো হয় বলে অভিযোগ।
এদিন সিপিআইএম নেতা তাপস কবি জানান, শনিবার সন্ধ্যা নাগাদ বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হঠাৎ হামলা চালায় দুটি পার্টি অফিসে। পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে চালানো হয় ভাঙচুর। এরপর পার্টি অফিসে ফের তালা ঝুলিয়ে দেওয়ালে টিএমসি লিখে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি তিনি বলেন অনেক জায়গায় তৃণমূল আমাদের যে যে পাটি অফিস দখল করেছিল সেগুলির পুনরায় আমাদের দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইখানে অর্থাৎ জামুড়িয়ায় কেন শাসকদল এইরকম কাজ করছে বোঝা যাচ্ছেনা।
প্রসঙ্গত গত শুক্রবার অন্ডালে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা সিপিএমের দলীয় কার্যালয় খুলে দেওয়ার উদ্যোগ নেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। দলীয় কার্যালয় খুলে দেওয়াই নয় সেখানে তৃণমূল জেলা সভাপতিকে সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর সঙ্গে বসে খোশমেজাজে গল্প করতেও দেখা যায়।